
টুয়ামে ৭৯৬ নবজাতকের দেহ সেপটিক ট্যাংকে, আয়ারল্যান্ডে আনুষ্ঠানিক তদন্ত শুরু
আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টির টুয়াম শহরের একটি পুরনো ‘মাদার অ্যান্ড বেবি হোম’-এর সেপটিক ট্যাংকে ৭৯৬ নবজাতক ও শিশুর দেহাবশেষ পাওয়ার ঘটনায় সরকারিভাবে ফরেনসিক তদন্ত শুরু হয়েছে। ১৯২৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পরিচালিত এই ধর্মীয় পরিচালিত প্রতিষ্ঠানে অবিবাহিত মায়েদের আশ্রয় দেওয়া হতো, যেখানে অনেক শিশু অপুষ্টি, অবহেলা ও অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ২০১৪ সালে ইতিহাসবিদ ক্যাথরিন করলেস শিশুদের মৃত্যুর নথি প্রকাশ করলে এ ঘটনা জনসমক্ষে আসে। ২০২৫ সালের জুনে সরকার আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু করে, যা প্রায় দুই বছর ধরে চলবে। ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শিশুদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিবার ও মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।